বিজ্ঞানী মাদাম কুরী'র মৃত্যুবার্ষিকীতে মাগুরায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
মাগুরায় বিজ্ঞানী মাদাম কুরী'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিজ্ঞান পাঠাগার মিলনায়তনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস,শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সংগঠক ভবতোষ বিশ্বাস জয়। বক্তারা বলেন,,মাদাম কুরী ১৮৬৭ সালে পরাধীন পোল্যান্ডে জন্মগ্রহণ করেন।তৎকালীন সময়ে পোল্যান্ডে ছাত্রদের বিশ্ববিদ্যালয় ছিল সেখানে মেয়েরা ভর্তি হতে পারতো না। মাদাম কুরী প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে তিনি বিজ্ঞান গবেষণায় মনোনিবেশ করেন।
What's Your Reaction?