বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Dec 21, 2024 - 22:44
 0  18
বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সর্ববৃহৎ বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক পর্যায়ে মেধা বৃত্তি পরিক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুই শিফটে   উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরিক্ষায় ১০৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপজেলার ৭২ টি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ১০৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ৪৩৩ জন ছাত্র ও ৬৩৮ জন ছাত্রী অংশগ্রহণ করেন।

বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম মৃধা জানান, ২০১১ সালে নবগঠিত উপজেলায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম মহোদয়ের উৎসাহ ও অনুপ্রেরণায় বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। তখন থেকেই সুনামের সাথে পুরো উপজেলার সকল কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হাজী মোঃ শাহ আলম জানান, বিজয়নগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বছর শেষে এই মেধা যাচাই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের উপজেলার সকলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছি। আমরা বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন চেষ্টা করছি মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে যেকোন পরিবেশ নিজেদের তৈরি করার উপযোগী করে গড়ে তোলতে কাজ করছে।

পরিক্ষা কেন্দ্র সচিব, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁন জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করছে। আমরা সিসিটিভির মাধ্যমে প্রত্যেকটি রুমকে মনিটরিং করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow