বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও লুটপাট, আদালতে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় রত্না আক্তার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, মৃত খাদেম সাত্তারের ছেলে মোঃ জসিম উদ্দিন, সলিম উদ্দিন , জামাল মিয়া, ইমাম উদ্দিন, মাইন উদ্দিন ও কামাল মিয়া। জামাল মিয়ার ছেলে আশ্রাফুল ও আসাদুল। মৃত বাহার মিয়ার ছেলে নিজাম উদ্দিন ও মৃত মতা মিয়ার ছেলে হামিদ মিয়া।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ দুই পরিবারের দুই শিশুর খেলাধুলাকে কেন্দ্র করে প্রথমে তর্ক বির্তকের সৃষ্টি হয়, পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এতে ২ পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে
বাদীপক্ষের সোহরাব ও রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
বাদীপক্ষ জানায়, আসামীরা দা, রড, ক্রিচ, ডেগার নিয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা করে। আমাদের বাড়িঘর লুটপাট করে টাকা পয়াসা, স্বর্ণালঙ্কার ও বাড়ি তৈরি জন্য আনা ৫ টন রড নিয়ে যায়।
এ বিষয়ে আসামি জামাল মিয়ার কাছে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে বক্তব্য দেননি ।
এ বিষয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের আইসি আলাউদ্দিন জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং আহতদেরকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি।
What's Your Reaction?






