বিজয়নগরে দারুল ক্বিরাতের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন আওলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা শাখার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অত্র শাখার নাজিম ও প্রধান ক্বারী মোহাম্মদ আবুল ফায়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান মাওলানা ইসমাইল সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, কাজী মোঃ ইব্রাহিম, মোঃ আব্দুল কাদির খন্দকার, মোঃ আনোয়ার হোসেন খাদেম, হাজী মোঃ আব্দুস সাত্তার খন্দকার ও মোঃ আল মামুন।
অনুষ্ঠানে পুরো রমজান মাসের পড়াশোনা শেষে নেওয়া পরীক্ষার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে ফিলিস্তিনের গাজাবাসীসহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
What's Your Reaction?






