বিজয়নগরে নবজাতক বিক্রির চেষ্টা, দামে না মিলায় ক্ষুব্ধ পিতা

মো: শামীম মিয়া, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Dec 9, 2024 - 18:37
 0  77
বিজয়নগরে নবজাতক বিক্রির চেষ্টা, দামে না মিলায় ক্ষুব্ধ পিতা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ দিনের বাচ্চা বিক্রির অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত বাবা হানিফ মিয়ার বিরুদ্ধে। নেশার টাকা ও স্ত্রীর চিকিৎসার জন্য বেশি অর্থের বিনিময়ে ২৪ দিনের কন্যা শিশুকে বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে। 

সোমবার ৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলার চম্পকনগর বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত হানিফ মিয়া সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। সে একই ইউনিয়নের খিরাতলা গ্রামের মৃত আমীর আলীর মেয়ে মোছাঃ নিলুফা বেগমে প্রায় ৮ বছর আগে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের আরেকটি ৭ বছরের কন্যা সন্তান রয়েছে।

অভিযুক্ত শিশুর বাবা অভিযোগ স্বীকার করে জানান, আর্থিক সমস্যার কারণে তার কন্যা শিশুকে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু দামে বনাবনি না হাওয়ায় তিনি বিক্রি করেননি। স্ত্রীর সম্মতি নিয়েই তিনি বাচ্চা বিক্রি করতে চেয়েছিলেন। ভাল দাম পেলে তিনি যেকোনো সময় বাচ্চা বিক্রি করে দিতে পারেন।

বাচ্ছার মা নিলুফা বেগম জানান, তার স্বামী বাচ্চা বিক্রি করতে চেয়েছিলেন এজন্য তিনি সম্মতি দিয়েছিলেন। তিনি অসুস্থ রক্ত শূন্যতায় ভোগছেন। 

বাচ্চা দত্তক নিতে আসা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের পপি আক্তার জানান, আমার বোনের ননদের জন্য বাচ্ছা দত্তক নিতে গিয়েছিলেন। বাচ্চার বাবা ২ লাখ টাকা চাওয়ায় আমরা বাচ্চার মায়ের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দিব বলায় বাচ্চার বাবা আমাদের দিকে তেড়ে মারতে আসে। পরে আমরা বাচ্চা না নিয়ে চলে আসি। 

বাচ্চার মামা মোঃ ইব্রাহিম জানান, বাচ্চার বাবা হানিফ মিয়া নেশাগ্রস্ত। সে কয়েকদিন পরে পরে জেলে যায়। সে আমার বোনকে বিভিন্ন সময় মারধর করে। এই বাচ্চা জন্মের পরে এর কোনো সেবাযত্ন নেয় নাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow