বিজয়নগরে প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবীতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মোঃ তাজুল ইসলাম চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন এর দূর্নীতি, অনিয়ম ও লুটপাটের দ্রুত সুষ্ঠু বিচারের দাবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় কয়েকশত এলাকাবাসী।
১১ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দের আয়োজনে লক্ষীমোড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দারু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ মঞ্জুর আলী, লক্ষীমোড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মুফতি রইস উদ্দীন আমিনী, বিদ্যুৎসাহী সদস্য মুফতি রহমতুল্লাহ কাসেমী, দাতা সদস্য এবিএম মাসুম রেজা, বিশিষ্ট সমাজসেবক শাহপীর বজলুর রহমান, সাদেকুল ইসলাম মেম্বার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাময়িক বহিস্কৃত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এর দূর্নীতি প্রমাণিত, সে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করে ৮ লাখ টাকা ঘুষ নিয়েছে, ভূয়া ভাওচার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন বিভিন্ন পায়তারা করে স্কুলে ডুকতে পায়তারা করতেছে। তার দূর্নীতির বিরুদ্ধে কথা বলায় এলাকার ভাল মানুষদের নামে মিত্যা চাঁদাবাজির মামলা করেছে। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই এবং স্কুলের লুটপাটের টাকা স্কুল ফান্ডে ফেরত চাই।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে, পত্তন ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জালাল মিয়া, নুরুল ইসলাম মেম্বার, আবদুর রহমান, সাদেক সিং, মঙ্গল সিং, যুবদল নেতা রুবেল মিয়া, জুয়েল মিয়া, ফজর আলী মিয়া, সুরুজ মিয়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?