বিজয়নগরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Jan 23, 2025 - 22:53
 0  25
বিজয়নগরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে। মঙ্গলবার সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদের থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত তথ্য সংগ্রহকারী মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, যাদের জন্ম ২০০৮ সালের পহেলা জানুয়ারি বা তারও আগে, এরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া, নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা-ইংরেজি কপি, পিতা-মাতার এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি, রক্তের গ্রুপ, টেলিফোন নম্বর অথবা মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে।

সিঙ্গারবিল ইউনিয়নের সুপারভাইজার-মিরাসানী পলিটেকনিক একাডেমি হাইস্কুলের শিক্ষক আব্দুল নোমান মাষ্টার জানান, গত ২০ জানুয়ারি থেকে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ চলছে। 
আগামী ৩ রা ফেব্রুয়ারী পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। সিঙ্গারবিল ইউনিয়নে ৫ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। 
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিচ্ছে। তবে জন্ম সনদ, নাগরিক সনদ ও প্রত্যয়ন পত্রের জন্য কাজে কিছুটা সমস্যা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow