বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Apr 25, 2025 - 16:13
 0  3
বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। অভিযানে প্রায় ৫২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী বুধন্তী এলাকায়, সীমান্ত পিলার ২০০১/এমপি হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উন্নতমানের চশমা ৭৫৬ পিস, কসমেটিকস্ ২,৫৩২ পিস, ক্লপ-জি ক্রিম ১,৮১৫ পিস, আই.ভি. ক্যানোলা ৫,০০০ পিস, ফুচকা ১,২০০ কেজি এবং জর্জেট থান কাপড় ৭৪৮ মিটার জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫২,৪২,২৫০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ভারতীয় চোরাচালানী পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের চোরাচালানী পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি এবং এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow