বিজয়নগরে বিলুপ্তির পথে কামার শিল্প

মো: শামীম মিয়া, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Nov 4, 2024 - 22:07
 0  9
বিজয়নগরে বিলুপ্তির পথে কামার শিল্প

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় বিলুপ্তির পথে কর্মকারদের কামার শিল্প। এখন আগের মত আর নেই কামার শিল্পের কাজ কর্ম। শুধু ঈদ আর পূজা পার্বনেই কামারদের কাজের কদর বাড়ে।

সারা বছর নানা সংকট আর কষ্টের মধ্যে দিয়ে কাটছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কামার সম্প্রদায়ের দিনগুলো। ক্রমাগতভাবে লোহা ও কয়লার দাম বাড়তে থাকায় টিকে থাকতে পারছে না কামার সম্প্রদায়ের সাথে জড়িত কামাররা। তাই ইতোমধ্যে অনেকেই এই পেশা ছেড়ে দিয়ে চলে গেছেন অন্য পেশায়।

লোহার তৈরি ছুরি, কাঁচি, কুড়াল, দা-বটির পরিবর্তে স্টেইনলেস স্টিলের তৈরি বিদেশি আধুনিক  পন্য সামগ্রী বাজার দখল করেছে। ফলে এ শিল্প এখন হুমকির মুখে।

অন্যদিকে বঁটি, খুন্তি ও কাস্তেসহ অন্যান্য হাতে তৈরি লোহার যন্ত্রপাতির পাইকারি বিক্রেতা  বিজয়নগর সিংঙ্গারবিল বাজারের চান্টু কর্মকার বলেন, বাপ দাদার পেশা ধরে রাখতে  প্রায় ৫৫বছর  কামার পেশায় যুক্ত,একসময় গ্রাম কিংবা শহরাঞ্চলে মেলা হলে সেখানে কামার শিল্পীদের লোহার গৃহস্থালির যন্ত্রপাতির অনেক চাহিদা ছিল। কিন্তু এখন মেলাগুলোতে স্টিলের যন্ত্রপাতির চাহিদা বেশি তাই কামারদের মালের অর্ডার কমে যাচ্ছে এবং শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁগুলোতেও এখন লোহার তৈরি জিনিসের চাহিদা নেই। সবাই ব্যবহার করছেন স্টিলের যন্ত্রপাতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow