বিজয়নগরে বড়ই চাষ করে ভাগ্য বদল করেছেন একজন স্কুল শিক্ষক
ফলের রাজ্য হিসেবে পরিচিত সীমান্ত ঘেষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। এই উপজেলায় রয়েছে লিচু, আম, কাঁঠাল, মাল্টা, কলা, কমলা, পেয়ারা বড়ইসহ বিভিন্ন ফলের বাগান। এবার বড়ই বাম্পার ফলন হয়েছে। দেশি জাতের বড়ই চাষ করে বিজয়নগরের বিষ্ণুপুর গ্রামের মোঃ জহির মাস্টার ও তার ছেলে নৌপেল ভূঁইয়া সফল হয়েছে। জেলার বিভিন্নস্থান থেকে ফরমালিন মুক্ত এ বড়ই ফলটি নিতে অনেকেই ভিড় জমাচ্ছে,জহির মাস্টার এর বড়ই বাগানে।
জানা যায়, দীর্ঘ ২০ বছর আগে ২ বিঘা জমিতে এই বড়ই বাগানটি রোপণ করেন জহির মাস্টার। কুল বড়ই চারা রোপনের পর সফলতার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। চারা লাগানোর পর নানান লোকে নানান কথা বললেও হাল ছাড়েননি তিনি।
এখন তার বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজরকাড়া ছোট ছোট সবুজ রঙের হলুদাভ দেশী কুলবড়ই। এ বছর তার বাগান থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মতো বিক্রির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ হাজার টাকার বড়ই বিক্রি করেছেন। বড়ই গুলো ১২০ টাকা কেজি ধরে বাগানেই ক্রেতাদের কাছে বিক্রি করছেন তিনি।
বাগান মালিক বলেন, এ বছর গতবারের তুলনায় প্রায় দিগুণ বড়ই ফলন এসেছে। বড়ইগুলো খুবই সুস্বাদু ও মিষ্টি। আপনারা যারা ফরমালিন ও ক্যামিক্যাল মুক্ত দেশি বড়ই নিতে চান আমার বাগানে এসে দেখে খেয়ে নিতে পারবেন।
বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির বড়ই বাম্পার ফলন পাচ্ছে কৃষকরা। কৃষি বিভাগ সুদৃষ্টি দিলে এই বড়ই চাষে যেমন আগ্রহ বাড়বে তেমন দেশের চাহিদাও মেটাতে পারবে।
What's Your Reaction?