বিজয়নগরে লরি ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরি ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে মোঃ সাকিব মিয়া-(২৫) নামে প্রাইভেটকারের চালক নিহত হয়েছে।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মিয়া ঢাকা মহাখালী (ওয়াললেস গেইট) এলাকার গনি মিয়ার ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, সকালে বুধন্তি এলাকার মাদরাসার সামনে দ্রুত গতির একটি লরি (ট্রাক) ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের চালক সাকিব মিয়া আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি বলেন, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?