বিজয়নগরে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: শামীম মিয়া, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Nov 28, 2024 - 20:48
 0  15
বিজয়নগরে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজয়নগরের চম্পকনগর কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের হলরুমে চম্পকনগর কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় ও সহকারী অধ্যাপক লুৎফুর রহমাম চৌধুরী লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জমির হোসেন দস্তগীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক লিটন দেব। কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রাজন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান মাহমুদ হোসেন ভূঁইয়া, সৈয়দাবাদ আদর্শ কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম চৌধুরী, চিনাইর কলেজের সহকারী অধ্যাপক মীর আলী আজ্জম।

আরো উপস্থিত ছিলেন, পত্তন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক বুখারী মোল্লা, সদস্য শরিফ দস্তগীর, আক্তার হোসেন, কাসেম মিয়া, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্ররা জীবন বাজি রেখে দেশ স্বৈরাচার মুক্ত করেছে। দেশে হাজার হাজার ভূয়া মুক্তিযোদ্ধা আছে। তাদের সনদ বাতিল করে ও সরকারি ভাতা বাতিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বীরশ্রেষ্ঠ ঘোষণা করে তাদের পরিবারে ভাতার ব্যবস্থা করা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow