বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাম্বারবিহীন একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে মহাসড়কের চান্দুরা ইব্রাহিমপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ছয় লেন নির্মাণকাজের অংশ হিসেবে কালভার্টের মাটি সড়কের পাশে রাখা হয়। এতে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালকের নাম ফয়সাল (২৭)। তার বিস্তারিত পরিচয় জানা না গেলেও জানা গেছে, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কইচ্চা গ্রামের বাসিন্দা।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
What's Your Reaction?






