বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ কোটি ১১ লক্ষ ৬২ হাজার টাকার ভারতীয় কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অবৈধ ভারতীয় উন্নতমানের শাড়ি আটক করেছে। বিজিবি'র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ সোমবার রাত ৮টায় বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২,১৭১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত শাড়ির আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১১ লক্ষ ৬২ হাজার টাকা। বর্তমানে এসব চোরাচালানি মালামাল বিজিবির হেফাজতে রয়েছে, যা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






