বিদেশ যাওয়া নিয়ে উপহাস, প্রতিপক্ষের হামলায় নিহত ১

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 14, 2025 - 01:46
 0  3
বিদেশ যাওয়া নিয়ে উপহাস, প্রতিপক্ষের হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে বুধল ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া স্থানীয় শানু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। সম্প্রতি চাচাতো ভাই বাবুলের ছেলেও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় বাবুল জামালকে উদ্দেশ করে উপহাস করলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পরিবারের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া একটি ঢিল জামালের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow