বিপুল পরিমাণে ফেনসিডিল এবং গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
পৃথক দুটি অভিযানে ফেনসিডিল এবং গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ সিপিসি ৩।
একই সাথে মাদক পরিবহনে দুটি মাইক্রোবাস এবং একটি অটোরিকশা জব্দ করেছে সংস্থাটি।
সোমবার বেলা বারোটায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কেএম শাইখ আক্তার।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ তিনি জানান,গত রবিবার বিকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানাধীন টিএন্ডটি পাড়ায় অবস্থান করে এবং বিকাল ৫:১০ মিনিটে কুষ্টিয়া হতে আসা একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মোঃ শাহিন আলী ও মোঃ ইমন ইসলাম নামে দু'জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামে।
এছাড়াও ওই দিন রাতে র্যাব-১০, সিপিসি-৩ এর আভিযানিক দলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপর একটি মাদকের বিশাল চালান আটক করে। ফরিদপুর-ভাংগা মহাসড়কের ব্রাহ্মণ কান্দা এলাকা থেকে রাত আনুমানিক ৯:১০ মিনিটের দিকে একটি মাইক্রোবাস ও মাইক্রোবাসের পাশে থাকা একটি ইজিবাইকসহ ৪ জন ব্যক্তিকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তিতে তাদের গাড়িতে থাকা ৯২১ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আকবর সরদার, মোঃ সজিব, মোঃ রাহাত বেপারী ও
দিপু কুমার শীল। তাদের সকলের বাড়ি ফরিদপুরের বিভিন্ন জায়গায়।
দুইটি অভিযানে র্যাব-১০ সর্বমোট ১ হাজার ২১ বোতল ফেন্সিডিল, সাড়ে ৬ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।
জানা যায় গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে।
What's Your Reaction?