বিবস্ত্র অবস্থায় উদ্ধার নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 27, 2025 - 23:51
 0  6
বিবস্ত্র অবস্থায় উদ্ধার নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা

ঢাকা জেলার সাভারে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হওয়া নিহত নারী তানিয়া আক্তার (২২) ছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা। স্বামী সোহাগ তাকে ঘুরতে যাওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিহত তানিয়া ও সোহাগ একই পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তারা দুজনই পূর্বে বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রীর চাপের মুখে তানিয়াকে হত্যার পরিকল্পনা করে সোহাগ। পরিকল্পনা অনুযায়ী বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে প্রথমে শারীরিক সম্পর্ক করে, পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে সাভারের কালিয়াকৈর বাঁশবাগান এলাকা থেকে অর্ধনগ্ন অবস্থায় তানিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow