বিলজানি বাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৯, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি বাজারের পাশে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস ও কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৪০১০) এবং কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৭৫৭) বিলজানি বাজার সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুটি যানবাহনই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। বিকট শব্দে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করেন।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মো. রবিউল ইসলাম (৩০), পিতা: আব্দুল জলিল মাস্টার, গ্রাম: মেঘনা, থানা: পাংশা, জেলা: রাজবাড়ী; মো. সুলাইমান (৪২), পিতা: মুজিবুর রহমান, গ্রাম: শোভন নকলা, থানা: পাংশা, জেলা: রাজবাড়ী; জাহাঙ্গীর বিশ্বাস (২৩), পিতা: হাবিব বিশ্বাস, গ্রাম: ঢালার চর, থানা: পাবনা সদর, জেলা: পাবনা; মো. রফিকুল ইসলাম (৪২), পিতা: মৃত রহিম মণ্ডল, গ্রাম: চর আওশিয়া, থানা: শৈলকুপা, জেলা: ঝিনাইদহ; হেলাল উদ্দিন (৫০), পিতা: মৃত মনির উদ্দিন, গ্রাম: জয়নগর, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া এবং মো. জুয়েল (৪০), পিতা: আনোয়ার হোসেন, গ্রাম: রাজাপুর, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা হলেন হেলাল উদ্দিন (৫০), মো. জুয়েল (৪০) ও মো. সুলাইমান (৪২)।
দুর্ঘটনার খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
What's Your Reaction?






