বিলুপ্তির পথে খোকসার বাঁশ শিল্প
পুৃঁজি ও কাঁচামাল সংকট আর প্লাস্টিক পণ্যের দৌড়ে হারিয়ে যাচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বাঁশ ও বেত শিল্প। কমছে শিল্পের কারিগরির সংখ্যাও। একসময় এ শিল্পের সাথে তিন'শ পরিবার জড়িত থাকলেও এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি। সরকারি সহোযোগিতা না পেলে এই শিল্পটি পড়বে অস্তিত্ব সংকটে।
এক সময় এই উপজেলায় কুটির শিল্পের সুনাম ছিলো দেশ জুড়ে। বংশ পরম্পরায় এই কাজের সংগে জড়িত ছিলো অনেক পরিবার। উপার্জনের একমাত্র অবলম্বন ছিলো বাঁশ ও বেতের কুটির শিল্প। আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় যেন হারাতে বসেছে বাঙালির স্বপ্নবোনা ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালি সামগ্রী। দিন দিন চাহিদা কমছে এসব পণ্যের।
বাপ দাদার এই পেশাকে ধরে রেখেছেন যারা তারা ভালো নেই। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন এসব সামগ্রী তৈরিতে খরচ বেড়ে গেছে দুই তিন গুন। এক'শ বছর আগে বিকাশ ঘটা এই শিল্প টিকে থাকতে সরকারি সহায়তা প্রত্যাশা করেন সংশ্লিষ্ট কারিগররা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা প্রাচীন ক্ষুদ্র এই শিল্প টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণসহ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।
What's Your Reaction?