বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন"

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Jan 20, 2025 - 00:16
 0  8
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন"

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’ করা হয়েছে, যা বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করেছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন:
১. বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহাল করা।
২. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
৩. বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করা।
 রংপুর একটি বিভাগীয় শহর এবং এই অঞ্চলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ ছিল সংক্ষিপ্ত, সাবলীল, এবং এলাকার পরিচিতি বহনকারী। তবে নাম পরিবর্তন করে বেগম রোকেয়ার নামে নামকরণ করা হয়েছে, যা ইতোমধ্যে রংপুরে প্রতিষ্ঠিত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানেও ব্যবহৃত। ফলে এটি শুধু শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে।

তারা আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোকেয়া স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতির জন্য রংপুরের সঙ্গে সম্পর্কযুক্ত নাম বহন করাটাই যথার্থ ছিল।

এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত আবাসন সুবিধা, এবং শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এই দাবিগুলো পূরণ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো মানা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow