বিষাক্ত পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু, ৪ জন হাসপাতালে ভর্তি

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১২ মার্চ) উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা আক্তার (৫) ওই গ্রামের হানিফ সরদারের মেয়ের ঘরের নাতনি। অসুস্থদের মধ্যে রয়েছেন ফাতেমার মা সাবিনা (২০), খালা সীমা (১৮) ও সুমনা (১৩) এবং নানী আকলিমা বেগম (৫৫)। তাদেরকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, তিনি অন্যান্য মাছের সঙ্গে পটকা মাছও ধরে আনেন। আকর্ষণীয় দেখতে হওয়ায় সেটি রান্নার নির্দেশ দেন। রাতে খাবার খাওয়ার পরপরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে পেটে ব্যথা, বমি ও খিচুনি শুরু হয়। অবস্থার অবনতি হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে ফাতেমা মারা যায়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে ফাতেমা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। বাকিদের অবস্থা সংকটাপন্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






