বিয়াম ল্যাবরেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নরসিংদীর রায়পুরা উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টানা সাতবারের সাংসদ সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এতে স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমান, সেকেন্ড অফিসার আ: হালিম সরকার, ইউপি চেয়ারম্যান আলআমিন ভুইয়া মাসুদ, রিয়াজ মোর্শেদ খান রাসেল, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম তপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অজয় সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী শাকিল প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
What's Your Reaction?