বিয়ের এক মাস না যেতেই স্ত্রীর সামনে খুন প্রবাসী স্বামী

দীর্ঘ ২৮ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরে নতুন জীবনের আশায় মাসখানেক আগে বিয়ে করেন ফরিদপুরের জামাল মোল্যা। তবে সুখের সেই শুরু আর স্থায়ী হলো না। বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগেই স্ত্রীর সামনে ডাকাতের হাতে প্রাণ হারাতে হলো তাকে।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোণাগ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জামাল মোল্যার বয়স ছিল ৫৫ বছর। জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে পিতা হাতেম আলী নিহত হন। সে সময় জামালের জন্মও হয়নি; মা তখন ছিলেন গর্ভবতী। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে পরিবারের হাল ধরতে সৌদি আরব পাড়ি জমান জামাল। সম্প্রতি রোজার আগে দেশে ফেরেন এবং নতুন করে সংসার শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দল রাতে জামালের বাড়িতে হানা দেয়। তাদের হামলায় গুরুতর আহত হন তিনি। স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাতেরা। পরে গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা বলেন, “আমি বাড়িতে ছিলাম না। জামাল ও তার নববিবাহিতা স্ত্রী বাড়িতে ছিল। সকালে জানতে পারি ডাকাতেরা আমার ছেলেকে মেরে ফেলেছে।”
জামালের খালাতো বোন সাথী বেগম জানান, “ডাকাতেরা তার স্পর্শকাতর স্থানে সজোরে আঘাত করে। এরপর ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।”
এ বিষয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুইজন ডাকাত ঘরে ঢুকে জামালকে আঘাত করে হত্যা করে। তবে হত্যাকালে বাইরে আরও কেউ থাকতেও পারে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আশা করছি দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনতে পারব।”
What's Your Reaction?






