বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Mar 22, 2025 - 14:30
 0  2
বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির আহমেদ (খলিল) আর নেই। 

গত ২০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া লেভ এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রবাসী একমাত্র সন্তান মোঃ আকবর হোসেন বাবাকে শেষবারের মতো দেখার জন্য দেশে ফেরার অপেক্ষায় থাকায় জানাজা বিলম্বিত হয়। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

বাবার মৃত্যু সংবাদ শুনেই সৌদি আরব থেকে ছুটে আসেন আকবর হোসেন। বাবাকে শেষবারের মতো দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সকলের কাছে তাঁর বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া চান।

দাফনের সময় প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow