বুকের উপর ড্রেজার চালাবেন না'- তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Feb 17, 2025 - 22:04
 0  2
বুকের উপর ড্রেজার চালাবেন না'- তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামে তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নদী পাড়ের প্রায় পাঁচশত মানুষ মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। এসব প্ল্যাকার্ডে লিখা ‘মুখের ভাত কেড়ে নিবেন না’, ‘বুকের উপর ড্রেজার চালাবেন না’, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ ইত্যাদি। 

এসময় মাবনবন্ধনে আসা বৃদ্ধা জাহানারা বেগম বলেন, ‘জমির পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী থেকে বালু উত্তোলনের ফলে ভয়ে আছি। আমার স্বামী অন্ধ। এই জমি দিয়া চলি। জমি গেলে খামু কি। আফনেরা আমারে রক্ষা করেন।’ 

স্থানীয়দের অভিযোগ, তিতাস নদী খননের সময় তাদের অনেকের জমি কেটে ফেলা হয়েছে। এখন আবার বালু তোলা হচ্ছে। নদীর কোনো পাড় না থাকায় বালু উত্তোলনের ফলে পাশের জমি ভাঙার উপক্রম হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow