বুড়িমারী থেকে ট্রেন চালুর দাবিতে পাটগ্রামে রেলপথ অবরোধ

লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে পাটগ্রামে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
অবরোধের ফলে বগুড়া-শান্তাহার থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বাউরা রেলওয়ে স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে একাধিকবার আন্দোলনের পর রেলওয়ে কর্তৃপক্ষ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ও ১০ মার্চ ট্রেন চালুর প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারণে এখনো ট্রেন চলাচল শুরু হয়নি, যা স্থানীয়দের ক্ষুব্ধ করেছে।
অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান। প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। আরও বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক পাটগ্রাম পৌর বিএনপির সহসভাপতি এ টি জে সিদ্দিকী কাকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান এবং আন্দোলন পরিষদের সমন্বয়ক ও প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।
অবরোধ চলাকালে লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম মানিক আগামী ১৫ এপ্রিল থেকে সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেন চালুর নিশ্চয়তা দেন। এরপর স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন।
বাউরা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোজাহারুল ইসলাম বলেন, "রেল কর্তৃপক্ষের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
এলাকাবাসীর দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ এপ্রিলের মধ্যে ট্রেন চালু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
What's Your Reaction?






