বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বাহিরদিয়া গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মোল্লার বাড়ির আঙিনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, যুবদল নেতা বেলায়েত হোসেন, ইমরান মাতুব্বর, শহিদুল মোল্লা, মাসুদ মাতুব্বর, খলিল মীর, ছাত্রদল নেতা রাকিব ও রাজিব। এছাড়া বিএনপি সমর্থক কাঞ্চু শেক, কাঞ্চন মাতুব্বর, উসমান মোল্লা, আলমগীর মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






