বেগম খালেদা জিয়াসহ ফরিদপুরের কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে  বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jan 29, 2024 - 18:44
 0  12
বেগম খালেদা জিয়াসহ ফরিদপুরের কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে  বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ফরিদপুরের কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ও মহানগর কৃষক দল,যুবদল, ছাএদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি এ্যাডঃ মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে সোমবার বিকেল চারটায শহরের কাঠপট্টির  বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল
 শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পুনরায় আরম্ভস্থলে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। 
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা,ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাএদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ সভাপতি রফিকুল ইসলাম রনি, সহ সভাপতি অনিক খান জিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু,সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী  উপস্থিত ছিলেন। 
সংক্ষিপ্ত পথ সভার বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তারা
 অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow