বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম ২০২৪ সালে স্কোপাসে শীর্ষস্থান অর্জন

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Jan 13, 2025 - 18:54
 0  12
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম ২০২৪ সালে স্কোপাসে শীর্ষস্থান অর্জন

২০২৪ সালে স্কোপাস ডেটাবেজের তথ্য অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম ১০৬টি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করে দক্ষিণ এশিয়ার গবেষণাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি বড় গৌরব।

স্কোপাস ডেটাবেজে প্রকাশিত নিবন্ধের সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এম খালিদ হোসেন, এবং তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুর-এর আকবর হোসেন।

তবে দক্ষিণ এশিয়ার বৈজ্ঞানিক প্রকাশনার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ ২০২৪ সালে ১৫ হাজার ৪১৩টি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এটি তৃতীয় স্থান অর্জন করলেও ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৈজ্ঞানিক প্রকাশনায় ভারত রয়েছে প্রথম অবস্থানে এবং পাকিস্তান রয়েছে দ্বিতীয় অবস্থানে। যদিও তিন দেশের আর্থসামাজিক অবস্থা প্রায় একই, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রকাশনার দিক থেকে ভারত অনেক এগিয়ে।

বাংলাদেশি গবেষকদের সাম্প্রতিক বছরগুলোতে বৈজ্ঞানিক প্রকাশনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও উন্নত গবেষণা অবকাঠামো এবং বিনিয়োগের ঘাটতির কারণে বৈশ্বিক মাপকাঠিতে আরও উন্নতির সুযোগ রয়েছে।

গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশি গবেষকদের এ ধরনের সাফল্য ভবিষ্যতে আরও উন্নত বৈজ্ঞানিক পরিবেশ তৈরিতে অনুপ্রেরণা দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow