বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলের নতুন নামকরণ

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Feb 8, 2025 - 20:57
 0  7
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলের নতুন নামকরণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ হবে ‘বিজয় ২৪ হল’, আর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ হবে ‘শহীদ ফেলানী হল’।

শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই ঘোষণা দেন।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। তিনি জাতীয় পর্যায়ে এই দিবসটি পালনেরও আহ্বান জানান।

এছাড়া, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ভাষার মাস ফেব্রুয়ারিতে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিন্ডিকেট সভায় উপাচার্য ছাড়াও অন্যান্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow