বেগমগঞ্জে বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্রের ভাণ্ডার উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সবুর ফোর্সসহ রাতের নিয়মিত মোবাইল টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ১নং আমানউল্যাপুর ইউনিয়নের ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে একটি সরু গলিতে প্রবেশ করে বাঁশঝাড়ের ভেতর একটি বস্তা দেখতে পান। পরে সেটি তল্লাশি করে উদ্ধার করা হয় ৫টি বড় ছোরা, একটি রামদা, ৩টি কিরিচ, ১টি কাঁচি, ১টি ছুরি ও আরও কিছু দেশীয় অস্ত্রসহ মোট ১১টি দেশীয় তৈরী অস্ত্র।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখে গেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৮০) লিপিবদ্ধ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “অস্ত্র, মাদক ও ধর্ষণের মতো অপরাধ দমনে বেগমগঞ্জ থানা পুলিশ কঠোরভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সদা সচেষ্ট। এসব অপরাধ নির্মূলে পুলিশ যা যা করণীয়, আমরা তা করে যাব।”
এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?






