বেরোবি শিবিরের সভাপতি সোহেল, সেক্রেটারি সুমন

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Jan 7, 2025 - 22:24
 0  9
বেরোবি শিবিরের সভাপতি সোহেল, সেক্রেটারি সুমন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী সুমন সরকার। গত বছরেও তারা একই দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সেশনের জন্য বেরোবি শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়নের প্রক্রিয়া সদস্য সমাবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বাধিক ভোটপ্রাপ্ত হিসেবে সোহেল রানাকে সভাপতি ঘোষণা করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিরা সেক্রেটারি মনোনীত করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নবনির্বাচিত কমিটির মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নে ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow