বেরোবিতে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 19, 2025 - 18:22
 0  2
বেরোবিতে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রংপুরে আঞ্চলিকভাবে নির্ধারিত ৫টি কেন্দ্রে দুই শিফটে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম শিফটে (বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) বেরোবি কেন্দ্রে ৩ হাজার ২৪ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১৯৪ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এ তিনটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯২.৮০ শতাংশ।

দ্বিতীয় শিফটে (দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত) যথাক্রমে বেরোবি কেন্দ্রে ৩ হাজার ৩৭ জন, মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৬২ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এ শিফটে উপস্থিতির হার ছিল ৯৩.১৯ শতাংশ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা স্থানীয়ভাবে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।

তিনি আরও বলেন, “পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আমি সন্তোষ প্রকাশ করছি। এ সাফল্যের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বেরোবি কেন্দ্রের ফোকাল পয়েন্ট সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন-অর রশীদ এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow