বেরোবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র বিতরণ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 10, 2025 - 19:00
 0  3
বেরোবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র বিতরণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

সনদপত্র বিতরণকালে উপাচার্য বলেন, "ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। একাডেমিক পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতাতেও আমাদের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow