বেরোবিতে ‘এটিএফ সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Jan 16, 2025 - 21:38
 0  5
বেরোবিতে ‘এটিএফ সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর গণিত বিভাগের গ্যালারি ক্লাশরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কর্মশালার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ভৌত ও অবকাঠামো উন্নয়নে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে এটি সহায়ক হবে।” এসময় তিনি জানান, খুব শীঘ্রই ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের কার্যক্রম সক্রিয়ভাবে শুরু হবে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট প্রফেসর ড. মোঃ মোজাহার আলী। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম।

হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সহযোগিতায় এবং বেরোবি আইকিউএসি-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণায় গতিশীলতা আনয়নে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow