বেরোবিতে ‘এমএস অফিস ও ইমেইল কমিউনিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 22, 2025 - 20:35
 0  2
বেরোবিতে ‘এমএস অফিস ও ইমেইল কমিউনিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কম্পিউটার অপারেটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘স্কিল ডেভেলপমেন্ট ইন এমএস অফিস অ্যান্ড ই-মেইল কমিউনিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই প্রশিক্ষণ শুরু হয় আজ মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) সকালে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতা যত বাড়বে, ততই সংশ্লিষ্ট অফিস এবং বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।” তিনি আরও বলেন, “নিজেকে হালনাগাদ রাখতে শেখার মানসিকতা থাকতে হবে। শুধু যা জানি, তাই জানলেই হবে না—প্রযুক্তির যথাযথ ব্যবহারে পারদর্শী হতে হবে।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব।

রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের উপ-রেজিস্ট্রার মোঃ আতিকুর রহমান এবং আইসিটি সেলের প্রোগ্রামার মোঃ আল ইমরান।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রথম দিনে বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কম্পিউটার অপারেটররা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow