বেরোবিতে পাখিদের জন্য মাটির হাঁড়ি স্থাপন, ব্রুবার উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Feb 21, 2025 - 21:55
 0  25
বেরোবিতে পাখিদের জন্য মাটির হাঁড়ি স্থাপন, ব্রুবার উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পাখিদের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গাছে প্রায় অর্ধশতাধিক মাটির হাঁড়ি স্থাপন করেছে, যা অতিথি ও দেশীয় পাখিদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি রোড, বকুল তলা, গ্যারেজ রোড ও মিডিয়া চত্বরে এসব হাঁড়ি স্থাপন করা হয়।

ব্রুবার সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, "সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাদের স্মৃতিচারণে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য অতিথি ও দেশীয় পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা।"

সংগঠনটির সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ বলেন, "ব্রুবা একটি মানবিক ও সামাজিক সংগঠন। জনসচেতনতা সৃষ্টি ও মানবসেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আজকের দিনে আমরা শুধু পাখিদের জন্য আশ্রয়স্থলই তৈরি করিনি, বিকেলে শহীদ আবু সাঈদ বই মেলায় ব্রুবার বুক স্টলে (১৬নং) ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ নির্ণয় ক্যাম্পেরও আয়োজন করেছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।"

ব্রুবার এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মনে করছেন, পাখিদের জন্য এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow