বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রংপুর অঞ্চলের দুটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেরোবি কেন্দ্রে ২ হাজার ৯৩২ জন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট পরীক্ষার্থী উপস্থিতির হার ৮৮.৩১ শতাংশ।
একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুর অঞ্চলের তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ১৮২ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৪৩৮ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনটি কেন্দ্রে গড় উপস্থিতির হার ছিল ৯৬.১৮ শতাংশ।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে বেরোবিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তরাঞ্চলের পরীক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা রাখা হয়েছিল। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ তানজিউল ইসলাম এবং গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






