বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 26, 2025 - 19:30
 0  2
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে আঞ্চলিক পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষায় বেরোবি কেন্দ্রে ২ হাজার ৩৬৭ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১০৩ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনটি কেন্দ্রে মোট উপস্থিতির হার ৯১.৭৮ শতাংশ।

দ্বিতীয় শিফটে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বেরোবি কেন্দ্রে ২ হাজার ৭৫১ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১০৭ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ শিফটে তিনটি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯২.৩০ শতাংশ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় পরীক্ষা দিতে পেরে সময় ও অর্থ সাশ্রয় করতে পেরেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করায় তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ফারুকী এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow