বেরোবিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির জীবনে এক বিভিষীকাময় রাত হিসেবে চিহ্নিত হয়। এদিন মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালায়। তিনি আরও বলেন, ১৯৭১ সালে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর সংঘটিত গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটিত হত্যাকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করতে ২০২৪ সালের গণহত্যার সুষ্ঠু বিচার জরুরি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী। তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিভিন্ন ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন কমিটির আহবায়ক এবং গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম, এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






