বেরোবির নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার পক্ষে শিক্ষার্থীদের স্মারকলিপি

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Feb 17, 2025 - 18:49
 0  34
বেরোবির নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার পক্ষে শিক্ষার্থীদের স্মারকলিপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবির বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানের বর্তমান নামটি শুধু এই অঞ্চলের নয়, বরং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ঐতিহ্যকে ধারণ করে, যা বৈশ্বিকভাবেও স্বীকৃত।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, একটি বিশেষ গোষ্ঠী ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’ নাম পরিবর্তন করে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা দাবি করছে, এই নামকরণ বিগত সরকারের সময় হয়েছিল, তাই এটি পরিবর্তন করা উচিত। তবে সাধারণ শিক্ষার্থীরা এটিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হিসেবে দেখছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপিতে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে:

১. বিশ্ববিদ্যালয়ের নাম বহাল রাখার বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা।
২. বিশ্ববিদ্যালয়ে ‘বেগম রোকেয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা।
৩. বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র ও তার বাড়ির অংশবিশেষ সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা।
৪. প্রতিটি বিভাগে ‘রোকেয়া স্টাডিজ’ নামে একটি কোর্স চালুর ব্যবস্থা।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব বলেন,"বেগম রোকেয়া শুধু রংপুরের নয়, পুরো বাংলাদেশের গর্ব। তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা মানে তার অবদানকে অস্বীকার করা। একটি বিশ্ববিদ্যালয়ের নাম শুধু পরিচয় নয়, এটি ইতিহাস ও আদর্শের প্রতিচ্ছবি। শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অক্ষুণ্ণ রাখার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।"

এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন ,২০০৮ সালে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে প্রতিষ্ঠিত হলেও ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়টি ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর’ নামে পরিচিত। এটা সত্য যে ফ্যাসিস্ট হাসিনা নিজের স্বার্থসিদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছিলো। কিন্তু ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ তার বর্তমান নামে দীর্ঘ সময় পার করেছে এবং এটা শিক্ষার্থীদের পরিচয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এছাড়াও বেগম রোকেয়া’র নামে নামকরণ করায় রংপুরের গর্ব বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা বহন করে এই নাম। বিশেষত, জুলাই অভ্যুত্থানে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে ব্যাপক পরিসরে এই নাম বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। তাই আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম বহাল রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে  প্রতিষ্ঠিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক যা থেকে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। 

শিক্ষার্থীদের মতে, সম্প্রতি গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদের আত্মত্যাগের ফলে বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী আরও পরিচিতি পেয়েছে। এমন সময়ে নাম পরিবর্তনের প্রস্তাব আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে শিক্ষার্থীরা এই বিষয়ে দ্রুত সিদ্ধান্তের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow