বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হলেন ড. জাহিদ হোসেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন।
রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ড. মো. জাহিদ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব প্রদান করা হলো। আদেশটি একই দিন থেকে কার্যকর হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. জাহিদ হোসেন এরই মধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন। কিন্তু তার বিরুদ্ধে ফলাফল পরিবর্তন (রেজাল্ট টেম্পারিং) এবং যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন এবং বর্তমানে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থী আশা প্রকাশ করেছেন, নতুন পরিচালকের নেতৃত্বে দপ্তরের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে।
What's Your Reaction?






