বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো: আব্দুল জলিল।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যগণ পুলিশ সুপার কে সম সাময়িক বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অনিময়, দুর্নীতি, সিন্ডিকেট, মাদকসহ অন্যান্য বিষয়ে অবগত করেন।
এসময় পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন- ‘ফরিদপুর জেলা পুলিশ যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে আছে। কোথাও কোন অনিয়ম বা অপকর্ম হতে দেখলে তাৎক্ষণিক জেলা পুলিশকে তথ্য দিয়ে দিয়ে সহায়তা করার আহবান জানান হয়।
তিনি বলেন আমাদের কোন ভুল হলে সেটা আমাদের ধরিয়ে দিন। পুলিশ কর্তৃক কোথায় কেউ হয়রানির স্বীকার হলে আমাদের জানান। ’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),মোঃ ইমদাদ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?