বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কর্মসূচী অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Aug 15, 2024 - 13:45
 0  5
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কর্মসূচী অনুষ্ঠিত 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রেজিস্টার্ড উইক উপলক্ষে এবং চার দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। এতে  বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।
তারা বলেন আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। এখন থেকে ছাত্র সমাজ দেশের নেতৃত্ব দিবে ,কেননা দেশটা আমাদের আমরা এ দেশটাকে ভালো করে গড়ে তুলবো। আর কোন দুর্নীতিবাজদের, এই দেশে ঠাই হবে না।
নেতৃবৃন্দ একই সাথে তাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন। কর্মসূচিতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। 
এ সময় বিভিন্ন রকম স্লোগান প্রদান করা হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল উক্ত স্থানে এসে উপস্থিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow