বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ফরিদপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Sep 7, 2024 - 20:02
 0  3
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ফরিদপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৭০ নং খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরাসহ স্থানীয় জনসাধারন অংশ নেন।
এসময় এক আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, সারা দেশের ন্যায় ফরিদপুরেও সাধারন শিক্ষার্থীদের নাম ভাঙ্গীয়ে একটি মহল ব্যাক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এ ছাড়াও আন্দোলনে অংশ নেওয়া সাধারন শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা বলেন, আমাদের আন্দোলন শুরুই হয়েছিলো বৈষম্যের বিরুদ্ধে। তাই আমরা মনে করি আন্দোলনে অংশগ্রহন কারী সকল শিক্ষার্থীরা একই সুতোয় গাঁথা। এখানে কোন শিক্ষার্থীকে ছোট করে দেখার সুযোগ নেই। পাশাপাশি আন্দোলনে সাধারন জনগনও আমাদের পাশে থেকে আন্দোলনকে বেগমান করতে অভূতপূর্ব সাড়া দিয়েছিলো। তাই আগামীতে দেশকে একটি উন্নয়ন ও সমৃদ্ধিশালী দেশে রুপান্তর করতে সকলে মিলেমিশে কাজ করার আহবান জানান। একই সাথে শিক্ষার্থীদের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অরাজকতা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করার ঘোষনা দেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তোফায়েল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইতু, রবিউল ইসলাম, সাইদুল, আলিমুজ্জামান, শান্ত, সোহেল প্রমুখ। অনুষ্ঠান শেষে আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow