বোয়ালমারীতে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউশন মাঠে স্কুল পর্যায়ের ছাত্রদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন গোলাম রাব্বানী, সহকারী কমিশনার ( ভূমি), বোয়ালমারী, ফরিদপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এস,এম ওবায়দুর রহমান, প্রধান শিক্ষক, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়, মোঃ মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক, ময়না এসি বোস ইনস্টিটিউশন, মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, বোয়ালমারী, ফরিদপুর। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এবং বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী এ সময় উপস্থিত ছিলেন।
What's Your Reaction?