বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বোয়ালমারী পুরনো বাসস্ট্যান্ডসংলগ্ন গোল্ডেন লাইনের কাউন্টারে এ অভিযান চালানো হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী যাত্রী অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, নির্ধারিত ৫০০ টাকার ভাড়ার স্থলে প্রতিটি টিকিটে ১০০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে।
সরেজমিনে আরও দেখা যায়, ঈদ ঘিরে বোয়ালমারী থেকে ঢাকাগামী বাসে যাত্রীদের ভিড় থাকলেও ঢাকাফেরত বাসে যাত্রী সংখ্যা কম—এই অজুহাতে কর্তৃপক্ষ বাড়তি ভাড়া আদায় করছিল। এছাড়া বাস কাউন্টারে ভাড়ার তালিকাও প্রদর্শন করা হয়নি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, “ভাড়া বেশি নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা না টানানোর দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
What's Your Reaction?






