বোয়ালমারীতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 30, 2025 - 23:09
 0  3
বোয়ালমারীতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) বোয়ালমারী উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হলে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. শাহাদাত অনিক, মেহেদী হাসান তমাল ও সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান অপু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য তৌহীদ আহমেদ আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফারহান হাসান বর্ণ, জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা শাখার সংগঠক ডা. বায়েজিদ হোসেন শাহেদ, গণ অধিকার পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সদস্য সচিব মতিউর রহমান মুন্না প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনবাসীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে চেতনা সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow