বোয়ালমারীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, আহত ১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আলু বোঝাই একটি ট্রাকের চাপায় বাকিয়ার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ফজরের নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে জালাল মিয়া (৬৭) নামে অপর একজন আহত হন এবং বর্তমানে তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী বাসস্ট্যান্ড মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন বাকিয়ার মল্লিক ও জালাল মিয়া। এ সময় বোয়ালমারীগামী একটি আলু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-০২৪৯) মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদী বাসস্ট্যান্ড এলাকায় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাকিয়ার মল্লিক মারা যান এবং গুরুতর আহত জালাল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক বোয়ালমারী বাজারের কাঁচাবাজারের একটি আড়তে ট্রাকটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, “মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদী এলাকায় আলু বোঝাই একটি ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত ও অপরজন আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
What's Your Reaction?






