বোয়ালমারীতে দরিদ্রদের মাঝে জাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ প্রদান
ফরিদপুরের বোয়ালমারীতে জাকাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেছেন।( শনিবার)১৮ মে ২০২৪, বাদ আছর বোয়ালমারী কেন্দ্রীয় জামেমসজিদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে দরিদ্রেদের হাতে জাকাত ফাউন্ডেশন এর নগদ অর্থ তুলে দেন।
অধ্যাপক মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে, অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বোয়ালমারী কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমেদ, অত্র কমিটির উপদেষ্টা বোয়ালমারী বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু,ওয়ারেছ আলী খান, হাজি সিদ্দিকুর রহমান, নিজাম উদ্দিনখান,শহিদ উদ্দিন দীপু,মো, নজরুল ইসলাম নজরুল প্রমূখ।
মোট চার জনের মধ্যে ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দোয়াও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামেমসজিদ এর ইমাম ও খতিব , মাওলানা হুসাইন আহমেদ।
What's Your Reaction?